সত্যিই তুমি কি জানো না তোমার অনেক হাত
একহাতে রান্ধবে, একহাতে খাওয়াবে, একহাতে পড়বে
একহাতে পুজো করবে একহাতে – একহাতে- একহাতে -
অনেক হাতে তুমি বহু হয়ে পৃথ্বীর শান্তি রক্ষা করবে।


এই কথা গুলি তুমি কি ভুলেই বসেছিলে এতদিন?
তাহলে কীভাবে মনে করাবো- গার্গী অপালার কথা
দেখো এখন শরতকাল, আকাশে নীলের বিস্তার
কেউ এঁকে দিয়েছে পবিত্রতা সংযম আর শান্তির স্বর্গ।


আলস্যে তুমি ঘুমিয়ে পড়োনা, তোমার অনেক কাজ
সৎ পথে অর্থ রোজকার করতে হবে, বলীয়ান হতে হবে
আর শ্রীময়ী হতে হবে, প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে
তারও পরে অকল্যাণ দূর করতে হবে, জাগো জাগো।


পাড়ার ছেলেগুলো যতই পেছনে লাগু্ক, ভয় পেওনা
অফিসের বাবুরা যতই প্যাঁচ কষুক, ঘাবড়ে যেওনা
রাস্তার কুকুরগুলো মাংস খেতে এলে, ধরো খড়গ
অসুর গুলোকে বধ করো আর নতুন সৃষ্টি রচনা করো।


আসলে তুমিতো একা নও, অনেকেই তোমার সঙ্গে আছে
সবাই তোমাকে অস্ত্র দেবে, মন দেবে, প্রাণ দেবে
যাদের জন্য তুমি এতদিন জানতে পারোনি তোমার পরিচয়
তাদের ধ্বংস করো, দেখো কেউ পথ দেখায় তোমায়।