স্বপ্নে দেখেছি কটি হাঁ-মুখ ডাইনোসর
ভয়ঙ্কর -
আকারে বিপুল বিস্তার
মুখ পেট চোখ
ভীষণ বিষম,
সমাজে ছড়িয়ে দিয়েছে তারা
সন্ত্রাসের ভাষা।
সমাজে ছড়িয়ে দিয়েছে তারা
বিপর্যয়ের ভাষা।


তাদেরই খিদের সময় হলে
জন্মায় যত গট-আপ গোষ্ঠী
তারাই কখনো মিছিল,
কখনো জলদস্যু, কখনো স্তাবক দল
আবার সময় বুঝে তারাই ঢুকে পড়ে
নিরাপদ সিন্দুকের পেটের গুহায়।


এরাই চিটিং ফাণ্ড করে
এরাই ধ্বংসের ব্যবসা করে
এরাই অপহরণ করে-
পাচার চক্র চালায়
এরাই প্রশ্ন করে, এরাই উত্তর দেয়
নারীকে নিংড়ে এরাই নোংরা করে দেয়,
এরাই মানুষ মারার জন্য সুপারি নেয়।


রোজ খিদের চোটে
এরাই মানুষ খায়
সংস্কৃতি খায়, ইতিহাস-ঐতিহ্য খায়
বিশ্বাস খায়, সত্য খায়
ধর্ম খায়, ন্যায় খায়
টাকা খায়।


এরূপ দুচারটি ডাইনোসরের পেটেই জন্মায়
শত সহস্র খুদে ডাইনোসর
তার পর তারা ছড়িয়ে পড়ে
স্কুলে পার্কে ক্লাবে পার্টিতে
বাজারে অফিসে অন্ধকারে
সর্বত্র চরাচরে,
ওরা উন্মত্ত।
ওরা জীব শ্রেষ্ঠ।
ওরা বিভ্রান্ত।
ওরা হিংস্র।
ওরা মারে, কামড়ায়, খায়
ওদের পেটের আগুন ছড়িয়ে পড়ে
সৎ মানুষের চোখের জল
আর হৃদয়ের রক্ত পর্যন্ত,
ওদের ক্ষুধায় গ্রাম শহর সবকিছু উজাড় হয়ে যায়।
ভগবান ওদের নাকি সব খাবার
অধিকার দিয়েছেন।