কথা ছিল তারা কর্মের গান গাইবে
যে গানে মানুষ ফিরে পাবে জীবন গৌরব
কিন্তু সংস্কৃতি এখন কোমাতে রয়েছে ।


এখন দেখার কেউ নেই
এখন বলার কেউ নেই
স্বভাবতই ধর্মহীন যুবক যুবতীরা পার্কে প্রক্সি দিচ্ছে পশুর ।


ওদিকে সে দৃপ্ত ব্রাহ্মণ-ক্ষত্রিয় কেউ নেই
বাজারে সে সাধু বৈশ্য-শূদ্রও কেউ নেই
সুতরাং জ্ঞানহীন অসাধু লোকেরাই আজকাল প্রক্সি দিচ্ছে সবার ।


সেই বীর রাজা- প্রজা নেই, সভা হীনবল
তাই বিদ্যালয়ে পড়া ছাড়াও অন্যান্য অনেক কিছু ঘটছে
চিকিৎসালয়ে সেবা ছাড়াও অন্যান্য অনেক কিছু ঘটছে ।


আসলে মুনির মৌনী ব্রতও নেই
কথার সত্যতা নেই
সংস্কৃতি এখন কোমাতে রয়েছে ।