মধ্য সকাল বেলা একটি রূপোলি নদী
জীবনের ক্ষণ উত্তেজনা বিভ্রমে
হঠকারিতার দুবেণী
দুপাশে দুলিয়ে
সোহাগে সদর্পে
শহুরে সোনালি ঝালর পরে
আমার শরীরের সামনে দিয়ে উড়ে গেল।


কাঠ ফাটা রোদ্দুরে তার মন
ভিন দেশী লেবু-বলের মতন
গড়িয়ে গিয়েছে কখন ছদ্মবেশী কাকেদের উল্লাসী ডেরায়,
বিতর্ক স্রুত জলের ধারারা
যদিবা বাষ্প হতে চেয়েছে
তাতে কারো কিছু যায় আসেনি।


তবু বিকেলের সরল খনিতে
জমে আছে এখন কিছু গেঁয়ো মেঘ
সৎনামী বাসা যে গড়েছে তার কষ্টে
সভ্য সমাজের বীজ হয়ে
বসে আছে একটি নিশ্চয় প্রত্যাশা -
নদী কখন এসে খনিতে মেশে।