এক শরীরে দুটি লম্বা হাত
ডান হাত আর বাম হাত।
যদি এক হাত অসুস্থ হয়
তব যে অন্য হাত কষ্ট পায়।
অন্য তালু ছোঁয় সে বড় আদরে স্নেহে
ক্রমে প্রীতির বার্তা ছড়ায় সারা দেহে।


তবু প্রতারনা সে করেনা কখনো
অন্যকে সে ধ্বংস করেনা কখনো।


এক হাতে পাঁচটি আঙুল সমস্বরে
নানা প্রকারে মিশে নানা ভাব গড়ে।
যদি এক আঙুল অসুস্থ হয়
তবে যে অন্য আঙুল কষ্ট পায়।
এভাবেই জাগে প্রেম, জাগে সহানুভূতি
জীবনের শব্দবন্ধে জেগে ওঠে ছন্দ যতি।


ক্রমে আঙুলের দুঃখে আঙুলেরা মিলে
এক বিরাট সুসভ্য নগর গড়ে তোলে।