আকাশ থেকে রোদ নেমেছে হয়েছে নতুন দিন
তবু অবাক আঁধারে আচারে বিচারে আশার আলো ক্ষীণ।
খোকারা সব ঘুমে অচেতন
লোভে নেশায় পুরুষ পতন,


জেগে থাকবে কে?
বিপদ ভরা রাতে ভাই লড়াই করবে কে?


তাইতো খুকু পণ করেছে
যোগে ধ্যানে মনে ভেবেছে
গড়বে এবার দেশ,
খোকার মতন ধরবে সে তাই বেশ
বাঁধবে জুতোয় লেশ
কাজের জন্যে কাটবে লম্বা কেশ,
যাবে না আর পার্কে লনে মিথ্যে অকাজ টানে
পড়াশুনা করেই সে বড় হবে মানে,
শিখবে এবার কুংফু জুডো
ফেলবে ছুঁড়ে লুডো,
পড়বে শিখবে জানবে আর
আনবে দেশে সদাচার।


যে ছেলেরা ফিচেল বেচাল
ধরেনা দেশের হাল
আচ্ছা কষে ধরবে তাদের কান,
বলবে রাখো দেশের মান
বিদেশ ছেড়ে শুদ্ধ স্বদেশ গড়ো
চরিত্র দিয়ে ভাই সমস্ত মানুষ গড়ো
তাই হয়োনা কখনো মিথ্যা প্রাণ
জগত জুড়ে উদার হাতে কর শ্রম দান।