শুধু শুকনো কাঠ নয় প্রেম
স্টিলের রড, বড় ছাতা
বাগানের গাছ- ফল, মানুষের মন
সুগম বাসা হলে গ্রন্থকীট হাসে,
খুনে খুনে ঘুণের সাম্রাজ্য গড়ে ওঠে।
হাজার বছরের জড়ত্বে বিপাকে
মজ্জা ঋজুতা চলে গেলে কি এক নিরর্থকতায়
দেহী থেকে সরে যায় দেহ,
সত্যহীন সমাজ পড়ে রয় যেন জীর্ণ আসবাব
ভেতরে ভেতরে এক মহা ক্ষয়,
তারি নিচে পাশে জ্বালাময়
অহঙ্কারী হলুদ গুঁড়োগুলি পড়ে থাকে
সামাজিক বিনাশের প্রমাণ।