মন্ত্রী দুজন দুরকম, দুরকমের মন প্রাণ, দুরকমের চাওনি,
আচারে বিচারে ফারাক যতেক সত্যে ধর্মে ভিন্ন দুটি প্রাণী।
একজন হাসে লোক দেখানি, ভেট টাকা দুষ্কৃতি দিয়ে তোলে,
আরেক জন দেশ-দশের সেবা ভেবে নিজ খাবার খেতে ভোলে।
একজন লোভে মত্ত হয়ে সমাজে বাড়ায় হরেক জাতি দুর্নীতি,
অন্যজন ভাবে কোথায় গেল স্বদেশ আমার কোথারে সুনীতি।
একজন শুধু কাজ করে যান মানব ধর্মে দেশ মায়ের তরে,
অন্যজন দম্ভে লোভে অন্যায় ক'রে সমাজকে শেষ করে।
একজন নানা দেখনদারি মিথ্যে বাক্যে প্রতারণাই করে,
অন্যজন দূরদৃষ্টিতে  যত সমস্যা অসাম্যগুলি দূর করে।


মিথ্যা ব'লে ভু্রি ভুরি খারাপ মানুষ হয়েছে আজ মহা মন্ত্রী!
আর সত্য পথে সাধনা করে,ভালো মানুষ কি হয়েছে হীন মন্ত্রী?
ভালো খারাপ হিত বিচার করো সত্য মিথ্যা বুঝহ মানুষ ভাই,
চরিত্র গুণ বিচার ক'রে ভেবে দেখো ভালো মানুষই বেশি চাই।
.........................................................


*এই পদ্যটি বাস্তবের কোনো মন্ত্রী বা মানূষকে উদ্দেশ্য করে লেখা হয়নি। শুধুমাত্র ভালো ও মন্দের   তুলনা করা হয়েছে মাত্র। সাধারণ মানুষের কাছে একটি মডেল তুলে ধরা ছাড়া এই পদ্যটি অন্য কোনো উদ্দেশ্যে রচিত হয়নি।