তিনি আমার আদর্শ,
তিনিই রবের হাবীব।
তিনি আমার বেহেশত,
তিনিই নূরের প্রদীপ।

তারি জন্য সৃষ্টি এই মহা বিশ্ব,
তার আগমনে সুখী এই ধরা।
যতো কিছু আছে মোদের দৃশ্য,
তার সৃষ্টি না-হলে সবিই হতো নিঃস্ব।

আগমন তার এই দিনে মরূর দীলে,
আহলান-সাহলান বলে।
ভ্রম্মান্ডের সবকিছু তাকে জানিয়েছিলো স্বাগতম,
সত্য করেছিলো মরূর বুকে বিশ্বাসের আলিঙ্গন।

সাল্লে-আলা মুস্তাফা জপে সবাই,
নবীকে সালাম জানায়।
তার চরণের ধূলো চোখে মাখি,
সকল প্রেম তার জন্য জমা রাখি।

নিজেকে দান করেছিলেন প্রচার করিতে সত্য,
সত্য ছড়াতে হয়েছেন শত লাঞ্চনার শিকার।
বাতিল হয়েছিলো দেশ থেকে,
হারিয়েছিলেন সকল অধিকার।

সুপারিশ করিবে সেদিন,
যেদিন হবে কেয়ামত।
তিনিই আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু,
উম্মতের পেয়ারা নবী মুহাম্মদ।

যেদিন রোদিবে সবি নাফসি,নাফসি,
পরের ডর ভুলে।
সেদিন কাঁদিবে মোর নবী,
উম্মতি,উম্মতি করে।

সেদিন পার হবে সকলে পুলসিরাত,
করিবেনা অন্যের চিন্তায় কেউ নিজেকে ব্যাঘাত।
সেদিন অপেক্ষা করিবে মোর নবী সুচালোর দ্বারে,
পার করাইবে মোদের বেহেশতের পারে।

তিনি আখেরি নবী,
তিনিই সর্বশেষ।
তিনি উম্মতের কান্ডারী,
তিনিই রবের উপহার বিশেষ।

শুকরিয়া তোমার প্রতি মহান রব,
সিজদাহ তোমার চরণে।
মোদের করেছো দিন শেষে,
শ্রেষ্ঠ নবীর উম্মত।

🖋️সাজ্জাদ হোছাইন সাকিব