(উৎসর্গ: জ্যোতির্ময় মানুষ, কবি হুমায়ূন আজাদ)


ওরা ভেবেছে কী
তোমাকে দমাবে ধারালো ছুরির আঘাতে?
যে আলো তুমি জ্বালিয়েছো
সমগ্র দেশ জুড়ে; একটি ধারালো ছুরি কী সে আলো নেভাতে সক্ষম?
লক্ষ লক্ষ সশস্ত্র বিবেক দাঁড়িয়ে যাবে
অলি গলি রাজপথে। ওরা পালাতে পারবে না কোথাও,কোন গহীন গুহায়,
আজ আমরা একসাথে,সুদৃঢ় শপথে।


ভয় নেই,কবি!
শান্তিপ্রিয় কলমগুলো আজ বন্দুকে
পরিনত হবে,
কবিতার খাতাগুলো একেকটি বল্লম।
শান্তির কথা বলি বলে ভেবেছো কি
জানি না লড়তে?
প্রতিশোধের নেশায় আজ নামলাম রাজপথে ।


চারদিক ঘিরে ফেল শব্দসৈনিক দিয়ে।
জল, স্থল ও অন্তরীক্ষে তাক করো
কবিতার অব্যর্থ নিশানা,
আমাদের কবিতাগুলো চৌকষ সৈনিকের মতো হয়ে যাক-
শান্তির অতন্দ্র প্রহরী!
ওরা পালাতে পারবে না,
পালাতে পারবে না,
পালাতে পারবে না।


রচনাকাল:
প্যারিস
ফেব্রুয়ারী ২০০৪