অপূর্ণ এ জীবনের দায়, কে নেবে হায়,
কে করিবে ক্ষমা উদারপ্রান?
তব ক্লিষ্ট পথের ক্লান্তি,
সহসা আলস্য, সমূহ ভ্রান্তি-
ধূলায় লুটায় মম সম্মান।


দেহ-বর্ণগুণে বিবেচিত মানব,
মনের লালিত্য বৃথা;
এ সমাজ চলে অর্থ-বিত্ত মাপিয়া।
পরাজিতের কথা কে মনে রাখে,
তাকে কে দেবে কদর অকারন ঝাঁপিয়া?


অযোগ্যের ললাটে জোটে
বিজয়ের সোনালী মুকুট,
যোগ্যরা নিজেকে লুকায়
দ্বিধা ও ভয়ে,
চারিদিকে মাকালের জয়জয়কার;
অন্তর্গতে এ সমাজ যায় অবক্ষয়ে।


সাধ্য কার এ ধারা ভেংগে
আনে কনকপ্রভ ভোর!
গুনীনের অবর্তমানে
এ সমাজের নেতৃত্ব দেয় আজ-
মাকাল ও মোহর।


লন্ডন
৩১ মার্চ ২০১৮