কোন কিছুই কেন আপন মনে হয় না?
মনে হয় আমি দ্বীপান্তরিত স্বেচ্ছায় কিংবা
অনিচ্ছায়। না কোন কিছুর কমতি তো নেই, হাত বাড়াতেই দেখি চারদিকে জীবনের বিপুল আয়োজন;
তারপরও মনে হয় আমি বড় নি:সংগ, বড্ড একা। আমার অবচেতন মন কী যেন খুঁজে খুঁজে ক্লান্ত, সে কি পেতে চায় কিছু সত্য-বন্ধু, প্রিয়জন?


সব কিছু কেমন মেকি, কৃত্রিম মনে হয়!
যেন পরিচিত চেনাজন অভিনয় করে চলেছে
দারুণ পারদর্শীতায়।
সবাইকে চিনি, আবার পরক্ষণেই কাউকে চেনা মনে হয় না! কেন সব কিছু এতো ওলট পালট লাগে?
বিম্বের প্রতিটি রশ্মি-ই কেন এতো প্রতারক?
পদে পদে আমাকে ধোকা দেয়।


কল্পিত সত্যের মোড়কে মিথ্যার নিরন্তর বেসাতি আর ভাল লাগে না! মানুষ কতদূর যেতে পারে এতো বন্ধুর পথ বেয়ে? তাই, নির্ভেজাল সস্তা মোড়কে অল্পকিছু সত্য চাই-
জন্ম ও মৃত্যুর মতো সত্য,
সূর্যোদয় ও সূর্যাস্তের মতো সত্য,
অমাবস্যা ও পূর্ণিমার মতো সত্য,
শিশুর হাসির মতো প্রগাঢ়, পরিপূর্ণ সত্য,
সত্যের মতো কিছু সত্য।


লন্ডন
১৫ এপ্রিল ২০১৮