সমাজটা কি পঁচে গেছে?
না কি আগে থেকেই পঁচে ছিল!
মুখোশটা আজ খসে গেছে!
সমাজটা কি নষ্টে গেছে?


এক বছরে ছয়শ' শিশু ধর্ষন হলো।
পাঁচ বছরের শিশু কন্যা ধর্ষিতা হয়
যে সমাজে, সে সমাজটা কোথায় গেছে?
সমাজটা কি পঁচে গেছে?
না কি আগে থেকেই পঁচে ছিল!
মুখোশটা আজ খসে গেছে!
সমাজটি কি নষ্টে গেছে?


এত মসজিদ এতো নমাজ,
তারপরেও ভ্রষ্টে সমাজ!
এতো মন্দির এতো পূজা
তারপরেও শান্তি খোঁজা!
তাহলে- সমাজটা কি যাচ্ছে পঁচে?
না কি আগে থেকেই পঁচে ছিল!
মুখোশটা আজ খসে গেছে!
চিরচেনা এ সমাজটি -
কখন এতো নষ্টে গেছে?


যে সমাজে সাত বছরের একটি শিশুর আংগুল কাটে তুচ্ছ একটা অপরাধে,
আর হাজার কোটির লুটেরা সব ঘুরে বেড়ায় নির্বিবাদে;
সে সমাজের আমি একজন বলতে আমার বিবেক বাধে!
ভাবতে আমার ঘেন্না লাগে!


দশ বছরের শিশু কন্যা; যে গতর খাটে পেটের দায়ে,
সারাটা গা ঝলসে দেয় তার
কাজ ফাঁকির অপরাধে,
সে সমাজের আমি একজন বলতে আমার বিবেক বাধে!
ভাবতে আমার ঘেন্না লাগে!


যে সমাজে একটি মেয়ে মায়ের সামনে ধর্ষিতা হয়
নিজের ঘরে,
যে সমাজে আমার বোনটি অনিরাপদ যানবাহনে,
সে সমাজটা 'উন্নয়নশীল' মানবো আমি কেমন করে?
এ সমাজের আমি একজন বলতে আমার লজ্জা লাগে!


সমাজটা কি নষ্টে গেছে?
না কি নষ্টরা সব দখল করে বসে আছে!
গলির মোড়ে অন্ধকারে নষ্টরা সব ওঁত পেতেছে!
চেনা জানা এ সমাজটা কখন এতো ভ্রষ্টে গেছে?


লন্ডন
২৪ মার্চ ২০১৮



     ,