বন্দি স্মৃতি কেঁদে মরে  স্যাঁতস্যাঁতে শ্বাস-ভিজা চোখের জলে ,
মমতার নিদারুণ কষ্ট জ্বলে,খুনীর বেশে ত্রিশূলমূলে পলে পলে ।


মরুর অনলে,পুড়ে ছাই, আজ বুকের তীব্র দাব দহন,
কষ্টের বিষে আজ নীল মন গ্রহ ,কেবল তোমার প্রহসন ।
উষার আলোয় স্বপ্ন সাঁজিয়ে গেলে মনাশা যত ইমারত,
আঁধারের আলোয়  শুষে গেলে সব,জীবনের ধারাপাত ।


অতীত স্মৃতি আজ নীরবে কাঁদায় যন্ত্রনার বাহুডোরে
কালো মেঘের আভরন আজ উপহাসে  হাসছে ঝড়ে।,


ছিলো না তো কোনএমন খড় সংলাপ,প্রেমের স্বরলিপিতে,
তীব্র দাব দহন করবে খেলা,উষ্ণ সুখের বিপরীতে ।
বুকের কপাট আজ মরিচিকায় জরাগ্রস্ত কষ্টের নীল বিষে,
সব স্মৃতি লাজে পাথর,দেখে তুমি গেছ অন্য মনে মিশে ।


রচনাকাল
১২।০৬।২০১৩
ইউ  এ ই