কাল রাত্তিরে এক ফোঁটা ঘুমও আসেনি , জানো ?  
কেবল চোখের দরজা  বন্ধ করে রেখেছি, ঘুমের প্রতিক্ষায়,  
বারংবার মনে হয়েছিলো,তুমি আবার ফিরে  এসেছ,
তোমার  চোখ দু'টি অভিমানে ভরা, মুখটা রাগে অনুরাগের ছোঁয়া
মনে হচ্ছে আমায় তুমি মিষ্টি শাসনে বেশ করে কথা শুনাবে,আমি প্রস্তুত-    
তোমার নির্মল চেহারা, যখন আমার দিকে তাকালো,
তোমার  উজ্জ্বল দৃষ্টি'র স্পর্ধা উৎপাত শুরু করলো আমার,  
মনের  অন্দর  মহলে , যেখানে তোমার বাস।  


সম্বন্ধটা  আমাদের  অনেকদিনের। তবে পুরানো  বলবো না।
সম্পর্ক কখনো  পুরানো হয় না, নিরন্তর জমে জমে ক্ষীর হয়,
দুইজন দু'জনার  প্রেমের পলাশবনে।
আমি ভয়ে ভয়ে চোখ দুটি  বন্ধ করে রাখলাম,
পর্দা  খুললে যদি, জাগন্ত স্বপ্নরা মিথ্যে হয়ে  পলায়ন করে !
এই  আশংকা  মনের মাঝে ।      
তুমি  এসে বসলে আমার পাশে,
তবে  দূরত্বটা  আগের চেয়েও একটু বেশি।
কপালে লাল টিপ নেই, হাতের কাঁচের চুড়িগুলো নেই,
যেই কাঁচের চুড়ির  আওয়াজ আমাকে কেবল মুগ্ধ করে    
মাথার উপর ওড়নাটা পেঁচিয়ে, চুলগুলো খোঁপার নিচে
অনেকটা  সংযত তুমি।

আমার বুকটা  ধ্বক ধ্বক করছিলো, চাঁদঢাকা মেঘের  মতো,
আমি  তোমাকে  বুঝতে চাইলাম, তোমার  থেকে  পাওয়া
সঞ্চিত  প্রেমের, আক্ষরিক মানচিত্রে ।
তোমার  ঠোঁট দুটি  টগবগ করছিলো,
চোখ দুটি চকচক করছিলো-
নাকের বড়ই ফুলটি  দুলছিলো-
তোমাকে যেন বড্ড অপরিচিত লাগছিলো  
হঠাৎ চোখের ইশারার  বোবা  চাহনি দেখে আমি  যেন হতভম্ব!!
যখন দেখলাম তোমার মুখে এক চাঁদ দুর্লভ হাসি!!
আবেগ যেন আর ধরে রাখা  গেলো না,  তুমি ফিরে এসেছ, খুশিতে -
কিন্তু  একি হায়!!  
চোখের  দরজা খুলতেই চারিদিকে  বিশাল অন্ধকার।
মনের করিডরে হাহাকার, আমি  যেন অস্তিত্বহীন।
আমার পৃথিবীতে যেন আমি একা, এক নিঃসঙ্গ পথের  পথিক।


হে প্রিয়ে,
জানি  তুমি আর  ফিরে  আসবে না, জোছনারাতের চায়ের টেবিলে,
কচমচ করে  চিপস খাওয়ার  আওয়াজ আর হয়তো  শুনবো না,
হরেকরকম  দুষ্টামি আর ঐ ঠোঁটের রঙিন হাসি, হয়তোবা দেখবো না,
তাতে আমার  কোনো  অভিযোগ নেই।      
কিন্তু প্রিয়ে, তোমার সাথে কাটানো সময়গুলো আমি  ভুলি কি করে ?
স্মৃতিরা যে  আমাদের বিয়োগ প্রেমের সাক্ষী,    
আমি যে আর পারছি না,  আমি যে আর পারছি না।


রচনাকাল
২৩।৩।২০১৭
ইউ  এ ই