আমি এক অতন্দ্র প্রহরী হে অতন্দ্রিতা
জানি তুমি বেলা শেষেও ফিরে আসবে,
আমার বারেন্দায়- হয়তো বিষণ্ণবদনে
নয়তো বা,অনুরাগের অনুশোচনা মুখে
যেখানে বসে আমরা গাঢ় লালচে রঙ মাখা
চা ফুঁকতাম ফুঁ দিয়ে কাপের বুকে।


আমি এক ক্লান্ত পথিক , হে অতন্দ্রিতা
জানি তুমিও ক্লান্ত অনুরাগের ভরা নদীতে
এখনো ডুবে আছো ভুলের গহীনে নির্জন
সেদিন তুমি,ভুল চোখে মিছে  সন্দেহে
রাঙা মাখা পায়ে কদম ফেলে চলে গেলে
আজো লেগে আছে তোমার পায়ের চিহ্ন
আমার দরজায়, যেথা শুধু নূপুরের রিনিঝিনি।


আমি আজো চেয়ে আছি,হে অতন্দ্রিতা
ফিরে এসো ফিরে এসো.....