আবার বুঝি লিখতে হবে আরেকটা নতুন ইতিহাস
আবার বুঝি জন্ম নিলো  সেই রক্তক্ষয়ী  বর্বরতা
যেখানে বইছে হাজার  হাজার মানুষের করুণ আর্তনাদ
আকাশ   বাতাসও  যেন  ভয়ে কম্পিত !!  
সর্বত্রই গলাকাটা মানুষের উলঙ্গ  নিথর দেহ।
লাশে  লাশে  ছয়লাভ নদনদী পথ ঘাট প্রান্তর।    
বিশ্ব বিকেক আজ স্তম্ভিত !!  
চারিদিকে ধর্ষণ, বর্ষণ  হুংকার আর বুলেটের গর্জন !!  
যেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের মনের আঁকা ছবি।


ঘর-বাড়ি যেন আজ ইটের ভাটা, পুড়ে কালো ছায় !!    
চারিদকে অসহায় মানুষ আর  গবাদি পশুর পোড়া গন্ধ  
যেই গন্ধে গাছের পাখিরা  নীড়  ছেড়েছে ,
মাটি পানি বায়ু  যেন দাপটে কাঁপছে
ওরা  হিংস্র নয় ওরা অত্যাচারী নয়, ওরা শাসক নয়
ওরা দানব !! ওরা  ভয়ংকর রাক্ষস !! ওরা  যমদূত !!
এই বুঝি   ঘনিয়ে  এলো  ঘোর কালো অন্ধকারের কলিকাল !!


অপরাধ - ওরা  হিন্দু, ওরা  মুসলিম , ওরা রোহিঙ্গা
আমি  ওসব মানি না।   আমি  মানি  ওরা  মানুষ!!
ওরা জগতের  সৃষ্টির সেরা  জীব !!
তবে কেনো  এমন অত্যচার ? তবে কেনো এমন হিংস্রতা
যেই হিংস্রতা ৭১ সালকেও  হার মানিয়েছে ?
হে বিশ্ববিধাতা আমাদের পালনকর্তা রক্ষা  করো ওদের
ভুবন মাঝে সৃষ্টির সৌন্দর্য দিয়ে  গড়েছ তুমি   যাদের ।  


রচনাকাল
৯।৮।২০১৭
আবুধাবি