হে পৃথিবী,তোমার মুখরিত লীলাক্ষেত্রে,
অশান্তির প্রচ্ছ্ন্নতা,ক্ষতচিহ্নলাঞ্জিত
প্রতি মুহূর্তের সংগ্রাম, অবিরত।


কলির এই ক্লান্তি লগ্নে সহস্র বিশৃঙ্খলতা
অনিয়মের অনুদাত্ত মন্দ্রস্বরে,আজ সময় যেন
বিদ্যুত্চঞ্চুবিদ্ধ  দিগন্তকে বন্দি করে রেখেছ।


কবে পাবে মানবকূল শিশিরবিন্দু খচিত সকাল?
মানুষের মুখে মুখে সৃষ্টির যজ্ঞহুতাগ্নি হাসি ?
অবাক হে পৃথিবী বলতে পারো ? আর কতদিন ?



রচনাকাল
২৫-১১-২০২০
আবুধাবী