আমি মনে করি এই  ভাবে কবিতায় মুল্যায়ন পাওয়া সম্ভব । যদি  আপনার পাতায় দৈনিক দশ জন কবি কিংবা পাঠক কবিতায় গঠন মুলক  মন্তব্য  করেন অন্তত আপনি ও যদি সেই দশ জনের কবিতা পাঠ  করে তাঁদের পাতায় মন্তব্য দেন তা  হলে মনে হচ্ছে আসরে  মন্ত্বব্যের সংখ্যা বাড়তে পারে বলে আমার ধারনা । অন্যদের দিলে তো আরো ভালো  কথা । আমি মনে  করি একটা মন্তব্য পাওয়া  মানে আরেকটা নতুন কবিতার জন্ম দেবার  উত্সাহ পাওয়া । কিন্তু আসরে এমন অনেকেই দেখা গেছে যারা কেবল মন্তব্য পেতে অভেস্থ -দিতে  নয় - এটা খুবই দুঃখের বিষয় যে কবিতা পোষ্ট দিয়েই  চলে গেছেন - উঁকি দিয়ে এই দিক ও দিক তাকানোর প্রয়োজন মনে করছেন না । এটা ঠিক  না ,আমি মনে করি কবিতা পাঠের পর গঠন  মূলক মন্তব্যে আসলে সেখান থেকে অনেক কিছু শিখা যাই -যা আপনার কাব্যরথের সহচরী  হবে ।


তাই আমি সব্বাইকে কে আহব্বান জানাবো আগের মত করে আসুন ভাসুন  লিখুন কবিতায় হাসুন,সমাজ গড়ুন খুশিতে  থাকুন ।ভালো থাকুন সবাই  ।ধন্যবাদ ।