যে দিন শেষে আমরা হারিয়ে যাবো পরের দিন তুমি খুঁজবে
রেল লাইন অথবা ফুটপাতে বসে আমাদের তুমি বুঝবে।
      কত কাব্যে লিখেছি "তোমাকে কবিতা"
      ন্যায়ের ঝড় তুলেছি বজ্র সবিতা
      শব্দে শব্দে ভরিয়ে দিয়েছি কত রাত,
      তোমার গায়ের লাল জামাটা রবির আলোর প্রভাত।
      পড়িয়ে দিয়েছি কাব্যের গায়ে
       অন্যায় কে পিষেছি কবিতার পায়ে
       উপকথায় ভরিয়ে দিয়েছি মন
       সেই দিন তুমি বুঝবে আমাদের স্বপ্নের নয়ন,
জানবে তুমি চিনবে আমাদের মন কে তুমি বুঝবে
রাঙ্গা চরণ ঝুমুর মলে আমাদের তুমি খুঁজবে ।


বিশ্ব সমাজ যখন ভাঙ্গতে যাবে আমাদের তখন খুঁজবে,
তোমার রূপ আঁকি শব্দের তুলিতে আমাদের তুমি বুঝবে,
        যে শব্দ দিয়ে স্রোত ভেসেছে,
        ঢেউ এ ন্যায়ের দ্বার খুলেছে
        প্রেমিক মনে প্রেম জেগেছে
         প্রিয়ার কষ্টে বিষাদ ছুঁয়েছে
         ফাঁদের গল্পে সজাগ হয়েছে
         আরো সচেতন করা কত গান
         কবিতায় চেয়েছি মানুষ জাগাতে কবিতাকাব্য প্রাণ।
যখন আমরা থাকবো না কোন কথা বলবো না তখন তুমি বুঝবে
প্রভাত আলোর রঙ্গিন ঘরে কাব্য চেতনা নিয়ে শুধু আমাদের খুঁজবে।


রচনাকাল
৩১।১০।২০১৪
ইউ এ ই ।


বিঃদ্রঃ- কবিতাটি সকল কবিদের প্রতি উৎসর্গ করলাম । ধন্যবাদ ।