কিসের আশা করি আজ কিসের বিরাগ
জন্মেছি  ক্ষণিকের তরে এই অনুরাগ।
অনুরাগে মেঘে মাখা আমার যত কবিতা,
চেয়েছি বলতে জীবনের শ্রেষ্ঠ ,সবিতা।  


সবিতা,রবিতা যত উচ্ছ্বাসের এই গান
গানের মাঝে রবো,একদা হবো অবসান।
অবসান খুঁজি প্রতিনিয়ত বুঝি এ মাটিতে,
মাটির দেহখানি  বড অভিমানী,কাঁদিতে।


কান্নার জল চোখে শুকাই  কেবল,আড়ালে,
আড়ালে কাঁদো কেন মন,কেন দূরে দাঁড়ালে?
দাঁড়িয়ে যখন ভাবি একদা পর সবি,গোপনে,
গোপনে যাবো চলে,এই জগত ভুলে,আপনে।


আপনার যত বন্ধু-বান্ধব শত কাঁদবে নীরবে,
নীরব কাঁদবে আসরের কবিতারা,অনাদরে।
অনাদরে এই ঘর,সবায় হবে পর,ভুলে যাবে,
যাবো যদি তবে,মায়া কেন তবে,মমতায় রবে!


রবে শুধু আমার মন্দের খাতা,জীবন পান্ডুলিপি,
পান্ডুলিপির ঘরে বন্দী আমি বিধাতার বিধিলিপি।
বিধাতা করবেন মাফ জীবনের যত পাপ করুণায়
করুণ নয়নে ভাসি,জীবন অবিনাশী,প্রভু দয়াময়।  


রচনাকাল
১৮।১২।২০১৪
ইউ এ ই ।


বিঃদ্রঃ  আমার আজকের কবিতাটি আসরের শ্রদ্ধেয় কবি অকাল প্রয়াত দেবাশিস দা কে উৎসর্গ করলাম  ।