তাথৈ তাথৈ নৃত্যে আজ নপুরের সুর বাজে
অন্তরের কোষাগারে বাজে, কত ভাঙা স্বরলিপির সুর,
নিসহটএই প্রেমের সুর যজ্ঞ, জানি না লয়ে আসতে আর কত দুর !!


অন্তরপটে  ছিলো কতো সুরের স্বারগাম
নয়নাভিরাম পুষ্প-প্রগল্‌ভা ,সঞ্চিত কত আশার অস্তিত্ব
জর্জর ধূসর প্রেমের নির্বাপিত যৌবন পিপাসার প্রভা।


আশা ছিলো মনে, মনের নুড়িতে বাঁধবো পর্ণকুটির
প্রচলিত সুরের স্বরলিপি ভুলে,মজবুত মন ইমারত  
ধেয়ে,এই অবুজ নিস্পাপ মন করলে চৌচির ।


প্রেম চিত্রপট যেন বুভুক্ষিত আজ,বে-সুরা সুরের গান
জীবনের হাল টুটে গেলো ,উদ্যমহীন যবানিকায়,
শ্রান্তিহীন ক্রন্দন,ভ্রূকুটি , দুর্ভাগা মনের শান ।


কষ্ট গুলো  আজ জমাট বেঁধেছে রক্তের অনুচক্রিকায়
অ-স্পষ্ট সুর,অ-স্পষ্ট শব্দ কন্ঠে দ্বিধান্বিত আজ ,
ক্ষুধিত প্রেমের আহাজারিতে চতুর্দিকে যেন অন্ধকারের সাজ।


রচনাকাল
৩০।০৫।২০১৫
ইউ এ ই ।