সম্পর্ক বাঁধনে বাঁধি আজ,
পড়িয়ে দাদার হাতে রাখী,
তুচ্ছ হউক সকল রাগ বিদ্বেষ
বলিষ্ঠ মিল আত্নার মালা গাঁথি।  


তিলক ফোঁটা চন্দন ফোঁটা
দিলাম দাদার কোমল হাতে,
বছর  ঘুরে আবার এলো
অমলীন ভাতৃত্বের মর্যাদা প্রাতে।


এই ভুবন মন্দিরের সকল জাতি,
এসো গড়ে তুলি সুসম্পর্কের বন্ধন,
সকল হিংসা দ্বেষ ভুলে গিয়ে এস
গড়ে তুলি এই জগতখানি দৃষ্টিনন্দন।


চিতরের রানী কর্ণাবতী সম্রাট হুমায়ুনকে
যুদ্ধের আগে পড়িয়েছিলেন ছিলেন রাখী,
সে  ভাতৃত্বের উদাহরণ সৃষ্টি করেছিলেন
কবে হবে বিশ্ব মাঝে অধীর অপেক্ষায় থাকি।


রচনাকাল
২৯।০৮।২০১৫
ইউ এ ই ।