স্তব্ধতা নিঃশব্দতা আজ অন্তর জুড়ে
খান খান করছে ,ব্যথাতুর অস্থির মনে
অসহায় বোধে আজ বড্ড  পরিশ্রান্ত ,
অপ্রাপ্তির কিছু পিছু স্মৃতির কবলে থাকা এই মন।


অভাবী মনে যেন আজ প্রাণাবেগের  উচ্ছাস
বিলীন হয়ে গেছে ,অনুভূতিপূর্ণ এই হৃদয়ে ,
অসীম ভালোবাসায় জড়ানো স্বপ্ননীড়,
যেন এক টুকরা ভাঙা ঝরে পড়া আয়না ,
আর সেই আয়নায় কেবল ভেসে উঠে ,
তোমার সেই প্রাণবন্ত বাণী গুলো,
"আমায় ভুলো না" "তোমায় ভুলবো না "
ক্ষণে ক্ষণে এই স্পর্শকাতর গভীর বাণী ,
আজো আমায় পাগল করে তোলে অবিরাম ।


শূন্যতার বাঁধনে গড়তে পূর্ণতা ,
আজ এই  প্রেয়সী মন বড্ড উন্মাদ ,বড্ড বেসামাল ।
প্রগাঢ় ভালোবাসার সরোবর ,যেন
আজ ঝর্ণা ধারার মত ঝরছে অবিরত
আর সেই ঝর্ণায় স্নান করছে ,নিষ্প্রাণ আঁখিযুগল
নিদারুণ কান্না স্রোতের বানে ।


রচনাকাল
৩১.০৮.২০১৫
ইউ এ  ই