মিষ্টি  ময়না গাইছে গান
    সুরে উঠেছে বান,
পাড়াপড়শীর  ধুম পড়েছে
   আনন্দে খান খান।


ময়ূর  নাচে পেখম তুলে
   গানের সুরে সুরে,
দোয়েল পাখি শিষ দিয়ে যায়
    হারায় অচিনপুরে।


কোকিল ডাকে  কুহু  কুহু
  গাছের ফাঁকে বসে,
কাকের  দল শ্রোতা  হয়ে
   ছানার ঠোঁটে  ঘষে।


শিকারী এল শিকার করতে
   হরেক রকম পাখি,
গান শুনে সে পাগল হলো
    ঝরেছ জল আঁখি।


রচনাকাল
২০।৯।২০১৫
ইউ এ ই।