ছোট্ট খোকা নিশান উড়ায়
  নীল আকাশের তলে,
বাবুই পাখি গাইছে গান
   বিজয় এনেছে বলে।


খোকার আজ কঠিন ব্যথা
    মা নেই ঘরে,
হায়নার দল তুলে নিল
   চুলের মুঠি ধরে।


সবার ঘরে আলোর আভা
   বিজয়ের মিছিল,
তার ঘর যে কয়লা কালো
  অবাক বিবস নিখিল।


তার ক্ষুধান্বিত  শরীর খানা
   অচল পয়সার মত,
মা হারা সন্তানের মুল্য কোথায়
     বুকে কষ্ট শত।


আজ সময় যে বদলে গেছে
   রঙিন বাংলাদেশ
আজো একা কাটে দিবানিশি
   জীবন যেন নিঃশেষ।


রচনাকাল
১৬ ডিসেম্বর ২০১৫
ইউ এ ই