মন গগনে রঙিন ঘুড়ি উড়ে পেখম মেলে,
জোনাই পোকা ঝিলিক জ্বলে তারার ছলে বলে।
স্নেহসুধায় গৃহের লক্ষ্মী নামলো দিঘি জলে
পতিদেবটি মুচকি হাসে উষ্ণ সুখের পলে।
প্রভাতেরই আশিস-পরশ  সুখের তপ্ততান,
ভেজা আঁচল শরীর ঢাকে,সতেজ খুশির বান ।
প্রভাত রবির সোনার কিরণ নব বধুর মুখ,
নবীন আভায় ধরা শ্যামল মধুর ছোঁয়ার সুখ ।


রচনাকাল
০১।১২।২০১৬
ইউ  এ ই