একলা বসিয়া নিরবে থাকিয়া যখনি  কিছু ভাবিয়া  যাই,
বারবার পড়ে মনে বাহারি মুখখানি,ভাবনার কূল নাহি পাই।
বাজিয়া উঠে তাহারি নূপুরের ধ্বনি,ভাবনায় জাগে
কল্লোল,
হিমের বাতাসে ভরিয়া যাই মন অদ্রিতা প্রেমের কলরল।


আজি সন্ধ্যার আকাশে তারা নাহি,একাকী মনের আকুল,
তাহার কথা ভাবিয়া ভাবিয়া,আজি অপেক্ষায় মন যে ব্যাকুল।
তাহার রাগ-অনুরাগ আমারে ভাবায়,বড় অভিমানী মন,
থাকিতে পারে না বেশিক্ষণ ধরিয়া,ফিরিয়া আসে প্রতিক্ষণ।


রচনাকাল
২০।১১।২০১৮
ইউ এ ই