পরাণ কাঁদিয়া উঠিল তোমারি বিয়োগে,
     মনে বাজিতেছে ছেঁড়া বীণার সুর,  
প্রেমের  স্পর্শে আদরে জড়াইয়া লইয়া সখি
      হৃদয় শূন্য  করিয়া  গেলে দূর।


তোমারি আঁখিদ্বয়ে প্রেমের উপমা যত
      আমাকে করিত উন্মাদ,
লাল ঠোঁটের বাহারি হাসিতে মন ভরে
   তোমারি প্রেমেতে কুপোকাত ।


আশায় ভাসাইয়া স্বপন দেখাইয়া
  বাতায়ন মেলিয়া অন্যের ঘর,
বৈশাখী ঝড়ে মন শ্রাবণধারা বহে
   স্মৃতিরা কাঁদিতেছে থরথর।


আজি ছেঁড়া বীণার সুর তুলিতে গিয়া সখি
   বক্ষ-পিঞ্জরে এলোমেলো স্বরলিপি,
সৌখিন মন আমার প্রেমের পূজারী ওগো
   নিশিদিন হারানো প্রেমে  কাঁপি।  



রচনাকাল
১২-০১-২০১৮
আবুধাবি