আমি স্রষ্টার সৃষ্টি একচিমটি মাটির অংশ,ভূমিতে বসবাস,
সূর্য,আলোক-আলোকিত দুনিয়ায় মোহনীয় যে  চারিপাশ।  
তাঁর জ্যোতির আলোয় উজ্জ্বল দুনিয়া বায়ুতে মিশে আছে প্রাণ,
স্বর্গ-মর্ত অমৃতের লীলাখেলা,প্রভু হে, তুমি যে অদ্বিতীয় মহীয়ান।  


যেদিন আমায় পাঠিয়েছিলে ভুবনমাঝে, উদয়দিগন্ত চারিধার,  
মহারণ্য কররবে ঘেরা, তোমার সৃষ্টিরা সৌন্দর্যে একাকার।
বহুযুগ ধরে তোমার জ্যোতির্বাষ্প , রহস্যে আবৃত চক্রপথ
বুঝতে দাওনা কাল কী হবে আমার,  অজানা যে মনোরথ ।


পরম গাম্ভীর্যে হাসো অন্তরালে বসে, চৈতন্যমনে অবিরাম,
অবরুদ্ধ জীবন তোমার হাতের কাঠি, তুমি জানো সবার পরিনাম।
কোটিসূর্যপ্রভাসম তোমার দৃষ্টি , কি অদ্ভুত সুন্দর জগৎ-চরাচর,
অন্ধও দেখে ,বুঝে তোমার সৃষ্টির সৌন্দর্য ,জীবনের পারাবার ।  


আকাশ-বাতাসের মাঝে ছোট প্রাণবায়ু, অস্পষ্ট অস্তিত্ব যে যার ,
অনুভবে বাঁচি , আজও বেঁচে আছি, ধরণীর লীলাক্ষেত্র চারিধার।
ঋতুবদলের খেলায় মেতে আছে ভুবন, প্রভু হে সব তোমার ইশারা,  
আর কতকাল পাহারা দিবো , রক্তমাংসে ঘেরা এই সুন্দর চেহারা?  


জানি ডেকে নিবে, তোমার ইচ্ছেমত, প্রভু হে, জীবন যে ঋতুবদল,
সংক্ষিপ্ত জীবনের ভালোমন্দের খুনসুটি, ক্ষমা করো আমায় সকল।


রচনাকাল
১০-০১-২০১৮
ইউ এ ই