জীবন পাড়ে সময় বাড়ে
ক্ষয় ধরেছে মমির হাড়ে
আঁধার ঘরে দিন কাটে তোর
অপেক্ষাতে হাজার বছর
জেগে থেকেও দু'চোখ বুজে
মুক্তি আকাশ ছুটিস খুঁজে
আকাশ নিবি
কোথায় পাবি
এই নে আকাশ আমার আছে
দেবার মতো তোর কি আছে
এত্ত বড় আকাশ দেবো
বিনিময়ে কি দিবি তুই
থাক তা না হয় এমনিতে নে
জায়গা যে নেই কোনখানে থুই