(উৎসর্গ: কবি হেলাল হাফিজ)


জেগে আছি....
আরও একটি নির্ঘুম রাত...
হলদে পাতা শুকনো হয়ে ঝরে
অপেক্ষার ডালে গজায় নতুন সবুজ
প্রজাপতি তীব্র ছোটে ফুলের মাতাল ঘ্রাণে
নতুন আকাশ ভরে যায় নতুন পাখির ডানায় ডানায়
পুরোনো পাখিরা নীড়ে ফেরে!
চুলোর চিতই লোভ জাগালেও
সময় হয় না সময়মত তুলে খাওয়ার
গরম পিঠা তুলতে গিয়ে
হাত পুড়ে যায় কড়াই পোড়ে
সাধের চিতই পুড়ে কালো ছাই
অনেক চাওয়ার ভীড়ে
না পাওয়ার শূণ্য উঠোনে
একলা একা উদাস বিকেল
কাউকে ছাড়াই দিব্যি কাটে
কাছের মানুষ কাছে থেকেও
যোজন যোজন দূরে যখন
নতুন করে জেগে বাঁচার
সাধ জাগে না আর
তাই এলোমেলো স্বপ্ন আর
অগোছালো ভাবনাগুলোকে
জনমছুটি দিয়ে
ভুলে যাই যা কিছু চেয়েছিলাম জীবনভর
যখন মনে পড়ে যায় কি চেয়েছি
যখন সময় হলো নতুন করে পাবার
ততক্ষণে শেষ বেলাটা
ডোবার আগে মুচকি হাসে
এক জীবনে যা দিয়েছি
বিনিময়ে তার চাইনি কিছুই
একটা জিনিস চাইবো শুধু
সব মেনে নেবো নির্বোধ সেজে
কসম বিধাতার
কখনো কেউ প্রশ্ন করো না
'কেমন আছো'
কেননা একমাত্র এই প্রশ্নের নির্ভুল উত্তর কখনোই দিতে পারি নি
কোনদিন পারবও না আর
অসময়ে কেউ ডেকো না
এখন আমার ঘুমের সময়
জেগে জেগে দু'কান পেতে
আমি ঘুম পাড়ানি কোরাস শুনতে চাই