বটগাছ
কোন এক কালের দুপুরগুলোতে আশ্রয় ছিলো গণমানুষের
ক্লান্ত পথিকের ঘাম শুকাতো কদম গাছের শীতলছায়ার মায়া
নিবেদিত প্রাণ বৃক্ষবীরেরা তীব্র রোদের সবগুলো তাপ নিজের গায়ে মেখে
ছায়ার চাদরে আমাদের আগলে রেখেছে পরম মমতায়
অথচ সময়ের ফোঁড়ে আমরাই
ভয়ংকর নিষ্ঠুরতায় চিরে কেটে রক্তসমাধিতে উল্লাস করেছি
রেহাই পায়নি সোনার কদম ফুল
সোনার বাগান ছাই করেছি দম্ভ রোষানলে
আর তাই ছায়াহীন এ মরুবুকে
আমাদেরই দেহ আজ ঘামে ঘুমহীন
ছিমছাম সেই মন হয়েছে
আবোল তাবোল দুর্ঘটনা ঘর
এতকিছুর পরও
আমরা হাততালি দেই এই ভেবে যে
আবার এখানে গজিয়ে উঠবে শত বটের হাজার চারাবীজ
কদম অংকুরে মরুভূমিরা খুঁজে পাবে তার সাত জনমের প্রাণ
প্রাণের তপোবনে নিশ্চিন্ত নি:শ্বাসে মুক্তির ঝাপটা বুনোবাতাস
নাক বেয়ে ফুসফুসে জমা হবে নরম ফুলের ঘ্রাণ
আমরা পাবো মুক্ত স্বাধীন ঘুড়ি ওড়ানোর অসীম আকাশ
অথচ তোমরা
চেতনার মায়াবী সাবানে গোসল করিয়ে আমাদের নির্বোধ বানিয়ে রেখেছো
মন ভুলানো পাউডার আর লোক দেখানো জল মিশিয়ে কড়া ঘষায় মগজ করেছো ইচ্ছে ধোলাই
বীজ বপনের সময় ভুলে
গাছ না লাগিয়ে পাথর পুঁতেছো
সাইন বোর্ড বিলবোর্ড পোস্টার ব্যানারে
ভরে দিয়েছো ইঞ্চি ইঞ্চি মরুভূমি
যার ভেতরে চমকপ্রদ বিজ্ঞাপনের ঢঙে কেউ লিখেছো
'এখানে বটগাছ ছিল শুধু বটগাছ'
কেউ লিখেছো
'বটগাছ নয় এখানে ছিল কদম শুধু কদম গাছ'
কারো কারো চিৎকারে বোঝা যায়
'সাড়ে সাত কোটি গাছ ছিলো এই উর্বরভূমিতে'
কারো কথাই বিশ্বাস হয়না
কারণ তোমরা বিশ্বাসী নও
আবার সবার কথাই বিশ্বাস করি
সবাই বলছে যখন
তখন অন্তত বিশ্বাস করা যায়
যে গাছই হোক
যতটা গাছই থাক
এখানে যে গাছ ছিলো
এ কথা আজ ধ্রুব সত্য
কেননা গাছ মরলেও
শুকনো ডালের জায়গা হয়েছে
কালের জাদুঘরে
যুগে যুগে শুকনো স্মৃতির
চিরস্থায়ী জায়গা হয়েছে ইতিহাসের চিলেকোঠায়
কিন্তু আর কত দিন চলবে
এই শুকনো ডালের শোক
শুকনো কথার ফুলঝুরি ঝড় আর কতদিন
মরুভূমির শুকনো বালি হবে না কি আর
দোঁ-আশ পলি?
মরুভূমি কি মরবে না আর
সবুজ প্রাণের চাপে?
চিৎকারে গলা ভেঙে যায়...
নতুন করে গাছ লাগানো হয়ে ওঠে না আর
তোমরা পা চেটে যাও
তেল মেখে যাও
স্বজনপ্রীতির বাংলা সিনেমা
চলতে থাকে পুরনো ঢঙেই
বাধ্য হয়ে শুনতে থাকি
তোমাদের বাতিল সংলাপ
'এক অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ'
আমরা হাসতে হাসতে বলি-
'নাপিতকে দিয়ে তো আর
ওপেন হার্ট সার্জারি হয় না'
তবে তোমাদের প্রতি আমাদের শেষ উচ্চারণ-
খুব দেরি নয়
আমরা হবো ধূলো তাড়ানো ঘূর্ণিবাতাস
খুব শীঘ্রই আমরা জলোচ্ছ্বাস হয়ে আসবো
বানিয়ে নেবো উর্বর দোঁ-আশ ভূমি
নিজেরাই হবো হাজার বটের
মাথা খাড়া চারা
শত কদমের হার না মানা কচি অংকুর
সবুজের উৎসবে বিপ্লবে মেতে
আমরা ফেরাবো
বাংলা মায়ের হাসি
শ্রমে ঘামে স্বপ্ন দামে
গড়বো সাধের দেশ
তিলে তিলে তিলোত্তমা
সোনার বাংলাদেশ