এভাবে বসলে পাশে
ভরিয়ে তুলে মন ফুলের সুবাসে!


অথচ শত মাইলের পথের দূরত্ব
মেপেছে এতোদিন আমাদের পার্থক্যের বিস্তার,
ভাবিনি কখনো সেখান থেকে আমরা
একটুও পাবো নিস্তার।


আমের ডালে যেমন কোকিল বসে
বসন্ত এলে
তেমনি বসেছো তুমি যেন আজ আমার
জীবনের ডালে এলেবেলে।


অথচ তার মধ্য দুপুরে
চিল হয়ে সুদূর আকাশে ওড়াউড়ি করেছো,
কখনো এলেও নেমে কাছে
কেবলি কাকের মতো কা-কা করেছো।


এ পড়ন্ত বেলায় বাড়ন্ত আমার
আর কিছু্ নয়,
নতুন কোনো কারসাজি, নাকি কৃপা
এ তোমার- জানা নয়।


হায়, তবু কেন এ সুবাস অনুভব,
আমার ভালোবাসা কি এখনো মানেনি পরাভব
দূরত্বের দৈত্যপনায়, এখনো
সুযোগে দেখাতে চায় তার দুঃখিত অবয়ব!


যৌবনের প্রথম ভালোবাসা হলেও ব‍্যর্থ
চিরকাল থাকে কি তা সুপ্ত?


© শুকদেব চন্দ্র মজুমদার
   ২১-১২-২০২৩