আজ বহুদিন পরে আবার
কবিতার লাইনে লগ্ন হয়েছি, আমার প্রিয়
পার্কার পেনটির মাধ‍্যমে,
তবে তারও আগে লগ্ন হয়েছি যার মাধ‍্যমে
সে হলো আমার মন-
উন্মন এখন তোমার ভাবনায়, যে ভাবনার
ভার্বিনার তলে
কেবল তুমি-হীনতার ফুল-
গন্ধ তার আমাকে করছে আকুল;
যদিও বাহ‍্যত ভুল বলেই মনে হতে পারে
সে 'তুমি-হীনতা'কে ফুল বলা- কেননা
তা যে কাঁটার সাথেই তুলনীয়,
বিচ্ছেদের নিঃসঙ্গতা আর বেদনার ভার একমাত্র
কাঁটার দ্বারাই বহনীয় হতে পারে।


তবুও তোমার দূরত্বের দুঃখ
সূক্ষ্মভাবে যে সুয়েজ খাল সৃষ্টি করলো
তোমার সাথে সংযোগের, তা নৈকট‍্যের এক
নিবিড় দ‍্যোতক,
এবং সে সুবাদেই সৃষ্ট গভীর অনুভবের গঙ্ভীরা
সম‍্যক গেয়ে যে তুষ্টি পেয়েছি তা
তোমাকে অনুভবের সমৃদ্ধি প্রকাশক, যা ফুল হয়ে
ফোটার পথেই হতে পারে পরিব্রাজক।


সে ফুলের গন্ধ টের পাবে তো তুমি
নাকি নিকটে এলেই চিরায়ত সে ভুল বোঝাবুঝির
অভ‍্যেসের অচ্ছোদসরসী-নীরে
আবার ভাসবে তুমি- ভাসবো আমি!


© শুকদেব চন্দ্র মজুমদার
      ৩০-১২-২০২৩