(একটি অনুরোধ, পুরো বাঙালি জাতিকে একাধারে অপমান করা কবিতায় মন্তব্য দিলে, দয়া করে আমার কবিতায় মন্তব্য দেবেন না। পুরো জাতি, বিশেষ করে আমার বাঙালি জাতির পুরোটা, কখনোই খারাপ হতে পারে না। নিজ জাতি সত্তাকে যে কালিমা লেপন করে, ধূলোতে মেশায়, সে আমার কাছে বাঙালি না। ধন্যবাদ ।)

***************************************

আশির দশকের মেয়ে
অপ্সরী তো বটে, তবে সে আমার চোখে;
তোমার বা তোমাদের কিরকম লাগতো,
                  সে আর বলি কি করে?

অপ্সরীটির ঝলমলে পাখা
আজো আলোকিত করে,
আমার নিদ্রা নিঝুম খাটের শিয়র;
জেগে উঠি অকস্মাৎ, কে এসেছিল এখানে?
ছুঁয়েছিল কে দুর্ভাগা কপালে ব্যাকুল কর?
খুঁজে পাই না তাকে!
যেমন খুঁজে পাইনা কখনো আমরা
স্মৃতি স্বপ্নের অপ্সরীকে;
এক দু গ্লাস পানি, তবু তৃষা থেকে যায় বুকে,
বাকি রাত পরিণত হয়
ঘুম জড়ানো বিহ্বল রজনীতে;

কালের পাথরে পা ফেলে ফেলে
চলে এসেছি আজ কতদূরে;
অথচ আশির দশকের মেয়ে
সে এখনো চলে আসে
স্মৃতি বাঁশরির সুললিত পথটি ধরে;
চোখে চোখে চাঁদের বারান্দাতে
হচ্ছিল অনেক কথা,
আরেকটু সময়, জেনে নেবো এই বুঝি
পরিচয়, সব তথ্য মধুরতা;
এর মাঝেই, ঈশ্বরের কি যেন কি হলো,
সুতোটুতো সব ছিঁড়ে দিলো;
সেইখানেই বেঁধে গেল কিন্তু গোল,
হয়ে গেল অপ্সরী অনল অবিনশ্বর;
আজ ভাবি যখন অপ্সরী,
                   অভিযুক্ত তখনই ঈশ্বর ;

হয়তোবা শুধু অপ্সরীই ছিল না সে,
ছিল অপ্সরী শহরের সম্রাজ্ঞী ;
দেখোনা আজো রাজ করে চলে
নিশ্ছিদ্র এক অনুরাগে
মনোজগতের গহীনতম প্রাসাদে আমার;
মুখ তুলে তাকায় বারেবার
আমার দিকে, একটি স্বর্ণালী বিকেলে থেকে;

সে বিকেলটাই শুধু দিয়ে গেল ও,
আমার কৈশোর ভুবনে ছিল যে,
অপ্রতিদ্বন্দী অপ্সরীর আলো;
যাকে ডাকছি আমি আজ গভীরতম বিরহে,
আমার
      আশির দশকের মেয়ে ।

(14.11.2021)


* কি, প্রিয় কবি ফয়জুল মহী, উত্তরে আশা করি সন্তুষ্ট? গতকাল কবি, মন্তব্যে হঠাৎ জিজ্ঞেস করে বসলেন, আশির দশকের সেই মেয়েটি দেখতে কেমন, অপ্সরী?😊।