(মূল রচনা: Soulmate by Natasha Bedingfield, Mads Hauge and David Tench)


(অনুবাদ)


অসঙ্গত, বেমানান,
যদিও এসব ধর্তব্য কিছু নয়।
কিন্তু আমার এ ক্রন্দন কেউ শুনবেই।
সাড়া দাও, কথা বলো, যদি শুনে থাকো,
তোমাকে খুঁজে পাওয়া সহজ নয়।


এটা কী সম্ভব, ভালোবাসবার মতো যোগ্য কেউ
এখনই উপস্থিত আমার জীবনে?
ঠিক আমার সম্মুখে, অথবা হয়তো তুমি ছদ্মবেশে ?


কার না ইচ্ছে জাগে কারো আলিঙ্গন?
বলা ছাড়াই যে জানে
কীভাবে ভালোবাসতে হবে তোমাকে।
কেউ বলে দাও, কেনো আমি একা ?
যদি থেকে থাকে প্রত্যেকের জন্য
একজন আত্মার সাথী।


এই যে আবার আমরা, চক্রের শেষ হয় না।
কী করে খুঁজে পাই নিঁখুত হৃদয়ের মিল?
সবার জন্য আছে প্রচুর,
তবু দাঁড়িয়ে এখনো আমি অপেক্ষার এই সারিতে ।


অধিকাংশ সম্পর্কই যেন ক্ষণস্থায়ী, নশ্বর।
তা সবই ভালো, তবে আমৃত্যু স্থায়ী নয়।


‌‌‌‌‌‌‌‍‍‍‌‌‌‌~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


(মৌলিক)


"আত্মার সঙ্গী,
জোড় বেঁধে রেখেছেন সবার জন্যই উনি।
তুমি না খুঁজলেও, বা না পেলেও,
বন্ধনে তোমার এ জীবন
আবদ্ধ করতে না চাইলেও,
তোমার জন্যই কাঁদছে...সেই সাথীটি কোথাও।"
বলেছিল এক নিখাদ বস্তুবাদী রমণী
তার প্রাসাদের সিঁড়িতে দাঁড়িয়ে
এক পাথুরে শহরের উষ্ণ দুপুরে।


বস্তুবাদী পৃথিবী
এভাবেই থেকেছে জমজমাট
নানাবিধ অদৃষ্টবাদী বাণীতে।


দু' পা ভিজিয়ে আজো হাঁটি
ফুরিয়ে আসা সময়ের স্রোতে....
যদি থেকে থাকে, কোথায় সে ?


(১১.০৭.২০২৩)


(*শপথ করে কী বলতে পারি সকলে, আমাদের জীবন সঙ্গী প্রকৃতই আমাদের আত্মার সঙ্গী হতে পেরেছে?)