আমি বাঙালী মুসলমান
চিরকাল ধরে বলে এসেছি
মোবারক-এ-রমজান।


আমি বাঙালী মুসলমান
যুগ যুগ ধরে
আরবি বুলি
বাংলায় রমজান
মাতৃভাষায় রমজান রবে
চির উজ্জ্বল, অম্লান


আমি বাঙালী মুসলমান
আজ তবে কি থামিয়ে দেবো
কাজী নজরুলের গান!
গানের কথায় রমজান কেটে
বসাবো কি রামাদান!?


নজরুলেরই রমজান
থাকবে আমার হৃদয়পটে
চির ভাস্বর, মহীয়ান


দুখু মিয়ার সেই মধুর সুরে
গেয়ে যাবো আমি আজীবন ধরে
“ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ”


আমি সরি! তরুণ জেনারেশন
ডুবাই দেশের এডভার্ট মতো
বলবো না আমি রামাদান।


তোমার ইচ্ছে বলতে থাকো
আমাকে তোমায় বলতে হবে
মোবারক-এ-মাহে রমজান
আমি বাঙালি মুসলমান


আল­াহ্ আমাকে বাঙালী করেছে
সাথে করেছে মুসলমান
মুসলিম যদি ভাই ভাই তবে
সবাই আমরা সমান
আমি হবো না কারো গোলাম!
আমি বাঙালি মুসলমান


কবি বন্ধুরা যারা এখনো
লিখছেন রমজান
তাদের প্রতি শ্রদ্ধাভরে
লক্ষ কোটি সালাম


এই জাহানের মুসলিমদের
আমার মধুর মাতৃভাষায়
মোবারক-এ-মাহে রমজান
আমি বাঙালি মুসলমান।


(২৬.০৪.২০২০)