এত্তো কথা লেখো যোদ্ধা কেউ কি তোমায় ধরে ?
বাক বাকুমের নাই রে স্বাধীন বলছো তুমি কারে ?
তোমার আমল থাকতো যদি পাঠাইতো আন্ধারে;
আমরা লিখলে তোমার জমাত ধরতো খপাৎ করে;

দেশ প্রেমটা দেইখা আমার আমায় মারো গুতা !
বিকট আহা মুক্তিবোদ্ধা তোমার প্রেমটা কোথা ?
জানি তাে রে মরু রাজা পাকিগো বাস যেথা ;

এই যে গেলো জয়ন্তীটা একবারো তোর জিব,
বললো কি রে কৃতজ্ঞতায় মহান শেখ মুজিব ?
বাংলাদেশ কী স্বাধীন হইলো মহান মুজিব ছাড়া ?
বাংলাদেশের খাইয়া পইরা তারেই লাত্থি মারা !
মুজিব বিহীন মৌলবাদী রাজ্য তোমার আশা,
লাদেন মার্কা মতবাদে তোর কলিজা ঠাসা;

মুক্তিবোদ্ধা লেখস কি তোর রাণীর পোলার কথা ?
বেচলে কলাও ট্যাক্সো দিতো বায়ুর প্রাসাদ যেথা !
জনগণের টাকা মাইরা পুঁতলো কারা খাম্বা ?
টেরাক টেরাক অস্ত্র ব্যবসা দিছোস কি ডাক হাম্বা ?
বিদ্যুতেরই অর্থ লোপাট আরো লোপাট কত !
বোমার পরে বোমা মারতো মৌলবাদী যত !
গ্রেনেড মারা হত্যাকারী কোন সে আল্লাহর বান্দা ?
বিকট আহা মুক্তিবোদ্ধা এইসবে তুই আন্ধা !
সাবাস তোর ঐ মুক্ত আমল রাজাকার হয় মন্ত্রী !
হিন্দু ভাইয়ের ঘরটা পোড়ে তোর নাই অশান্তি !

বিকট তুমি মুক্তিবোদ্ধা বিরাট গল্প গাও !
এক আঙুলের গল্প টাইনা সাতাইশ হাত বানাও !
বানোয়াট সে গল্প মাঝে নাই মুজিবের নাম !
গল্প মাঝেও মুজিব দলে খোঁচা মারাই কাম;

বাংলাদ্যাশে আয়েশ কইরা পোলাও কোরমা খাও,
তারপর তার স্বাধীনতার পিন্ডিটা চটকাও !
ঝোপ বুইঝা কোপটা দিয়া মাইরা দিলা দাঁও !
মুক্তিবোদ্ধার গল্প ফাইদা সার্টিফাইড হও !
(মহা সুখে উপাধিপত্র কল্লাতে ঝুলাও!)  

পালাবদল আসলে পরে দেখবো আমরা সবে,
চুক্তিবদ্ধ কত সত্য তোর কলমে ঝরে ;
মূলে মরু অন্ধরে তুই দেশের প্রতি দ্বেষ,
সঙ্কটেরই আওয়াজ দিয়া মারোস বাংলাদেশ !

দেশপ্রেমটা দেইখা আমার খোঁচা আমায় দিলি !
স্বাধীনতা আছে বইলা গুলতানি তোর গিলি;
দেশ প্রেমটা দেইখা আমার আমায় মারোস ঠোকা !
মগজ ধোলাই যতই করস টিকবে না তোর ধোঁকা ।


(১৬.১২.২০২১)