বলবৎ করেছি ক্রুর নির্বাসন;


জানলার কার্ণিশে পড়ে আছে এখন,
আমার সকল জীবন বৃত্তান্ত;


ঘরের ভেতর আদি থেকে অন্ত
ঝুলে আছে এক নির্ভার সুখ;


আমি কখনো হবো না আর - সে দুঃখী দুর্মুখ;


যে ভালোবেসেছিল একদা জীবন-রহস্য
আদিগন্ত নীলিমার মতন; এবং একদা
কোনো এক ঐশ্বরিক ভ্রমে
জন্মেছিল যন্ত্রবৎ অবিরাম এ জীবন চর্চা মাঝে


তারপর হতবাক হয়ে জেনেছিল
কতটা সংকীর্ণ স্বার্থপর আর সঙ্গীন, তথৈবচ ধূসর ও মলিন
প্রকৃত জীবনের মানে, আর যা ক্ষণে অথবা বীক্ষণে
অসহ্যকর এক অন্তঃসারশূন্যতার মাঝে থাকে লীন ।


(২২.১১.২০২০)