বন্ধু আমার ! দিলাম তোমাকে বিদায় ;
আর কখনো এসো না তুমি ফিরে;
মন খারাপের বিষন্ণ আলোয়
খুঁজো না আমাকে যেনো কোনো ভীড়ে;
নষ্ট পৃথিবী হত্যা করে, হৃদয়কে খায় কুরে কুরে !


খারাপ পৃথিবী ! যতই আমাকে পড়ুক না তোমার মনে,
ষড়যন্ত্রের এ পৃথিবী থেকে, থেকো তুমি বহু বহুদূরে;


এই যে আমি দাঁড়িয়েছি দেয়াল...
দেবো না যেতে পিছু ধাওয়া করে,
বেসেছি ভালো তোমাকে যেমন, তেমনই যে মৃত্যুকে !
চলে যাও বন্ধু বেঁচে থাকো কোনো নিঁখোজ নিশ্চিন্তপুরে;
কখনো আর আসবে না তুমি ফিরে,
খুঁজবে না আমাকে অশালীন কোনো পৃথিবীর নগ্ন ভীড়ে ।


(২৬.১০.২০২০)