আগুন লাগাইবে আর কনে
দারুণো আগুন.......
ওরে হাছন তোমার আমার মনে ?


জীবন তো মানিক এরই চিরায়ত ইতিকথা
পুড়িয়ে ছাই করে দিতে যখন তখন
মরণসম কটাক্ষ হানে।


এই পৃথিবীর নর নারী নক্ষত্র ও ঈশ্বর
আগুন লাগাইয়া দেয় যে, দারুণ ভয়ঙ্কর!


বাংলার হাজার নদী মাতার মতো কেঁদে ওঠে
তবু সেই
মনমোহনের আগুনে কি আর শোনে ?


ধক ধক কইরা আগুনে শুধু বাড়ে,
থাকিতে পারি না গৃহে থাকিতে পারি না অরণ্যে
শান্তি পাইবো কাহার সনে


সে রহস্য ওরে হাছন
দুই দিনের এই দ্বীন-দুনিয়ায়
                         কেইবা আর জানে ?


(২৪.০৪.২০২৩)


(এই ঈদকালীন সময়ে, হুমায়ুন আহমেদ এর পুরোনো একটি নাটক দেখতে গিয়ে নতুন করে পরিচিত হলাম হাছন রাজার মারাত্মক সুন্দর গানটির সাথে । এমন গভীর মুগ্ধতায় আক্রান্ত  হলাম যে, একটি কিছু লিখিয়ে নিলো অনায়াস আবেগে কবিতার কুহক।)