কখনো হয়ে ওঠেনি আমার ধন্য-রমণী পাঠ;


কোনো নদী আমাকে ডাকেনি
তার জল ছুঁয়ে সাহসী করে তোলেনি সেই পাঠে;
ডাকেনি কোনো পাহাড় তাকে আরোহণ করে
দুর্ধর্ষ মানব হতে কোনো ধন্য-রমণীর মুগ্ধ চোখে;
সমুদ্ররা ডাকেনি সাজাতে বিজয়-বহর
কোনো ধন্য-রমণী জয়ে নির্ভিক হতে;
কোনো অরণ্য বলে দেয়নি পড়ে নিতে হয় কি করে
কোনো ধন্য-রমণীর গহীনে থাকা অনন্য হৃদয়;


এ শহরের ইটের পাঁজরে মাথা চেপে
তার আগ্রাসী স্নেহে কেটে গেলো আমার মহাকাল;
কখনো মুক্ত হতে দেয়নি সে আমাকে;
ইটের বুকে আঁকা ছিল কত উদ্বিগ্ন আদরের সাবধানবাণী,
রূপকথার মতো প্রতারণার শৃঙ্খলে সে আমাকে রেখেছিল বন্দী;
আমাকে চিনতে দেয়নি ধন্য-রমণীদের
যারা বিমুগ্ধকর বিদ্যাবতী আর
ঈশ্বরের পৃথিবীর সমগ্র প্রকৃতি ছুঁয়ে ছুঁয়ে
হয়ে ওঠে সবুজ আর মাটিরই অসামান্য স্নিগ্ধ অপ্সরী!


তাই আজ আমি তোমার মতো কোনো ধন্য-রমণীর
অনুকম্পাপ্রার্থী হতে চাইলেই,
স্রষ্টার দেশ থেকে ছুটে আসে নক্ষত্রের পর কতোয়াল নক্ষত্র,
"যোগ্য নও" "যোগ্য নও" বলে অযোগ্য আমাকে
করতে চায় দুর্নিবার দাহ।


(০৫.০৬.২০২২)