এই দুপুরে নূপুর এর মন কেমন?


সে কি ভাবছে বসে বিকেলের কথা ?
নাকি বিকেলটিও তার নীরবই রবে
আর রাত্রিকেও দেবে এই নীরবতা ?


নূপুর এর মন কবে ভালো হবে ?
আমরা যে জানি না !
যে জানে,
সে তো ঐ উঁচু মেঘের ওপরে
ওপারের দেশ থেকে,
কোনো কিছুই তো বলে না ?


কবে আবার নূপুর এর নীরব দুপুর,
প্রতি বিকেলের আঙিনা পেরিয়ে
শৈল্পিক সন্ধ্যায় এসে উঠবে হেসে ?


আর আমাদেরও মন খারাপের বৃত্ত থেকে
মুছে যাবে সব দীর্ঘ দুঃখের দ্রাঘিমা ।


(২৭.০৬.২০২২)


(** বিদুষীর নামটি কিন্তু আসলে নূপুর নয়।)