একবার যদি জানিতাম
কী করিয়া ডুবাইতে হয়,
তবে ক্ষান্ত হইতো
এই কষ্ট ক্লিষ্ট মন।


ভাসিয়া থাকে
এই পরম অনুভবের বস্তু,
মরিয়াও ভাসে বেদনার জলে
ডুবে না রে আহা আমরণ !


যাহা মরিয়াই গেল.......
পাহাড়ের যন্ত্রণার মতোন
যাহার ওজন।
অথচ ভাসিয়াই থাকে
সলিলে ওরে বিধি,
কেন যে এমন বিধানে তোমার !
একখানা পালকের মতোন।

(০৫.০৫.২০২৩)