দুঃখ দাও, দুঃখ দাও;
মলিন রাতের মধ্য থেকে হঠাৎ করে উঠে এসে,
আমার বুকে ছুরি চালাও;
মন্ত্রণাময়ী রাণী তুমি, নীল সুখী ঐ দুটি হাতে
ষড়যন্ত্রের সাদা-কালো ছক, অবারিত বুকে সাজিয়ে দাও;
জীবন-রাণী হেসে উঠুক উম্মত্ততার মহা সুখে
তবু যেনো আমার ঠোঁটে
দুঃখী বৃষ্টির সংলাপদের দুর্নিবার এক অঝোর নামাও।


দুঃখ দাও, দুঃখ দাও;
মধ্যরজনীর মিনার থেকে
সুখী দস্যুদের বিজয় মশাল উদভ্রান্তের মতো জ্বালাও;
দস্যু মাতাল রমণী তার নীল সুখী ঐ দশটি নখে
কাটুক আঁচড় প্রতারণার নিরন্তর এই পরাস্ত বুকে;  


জীবন-রমণী মুখর হোক সান্ধ্য বাজারী সকল সুখে
তবু যেনো আমার চোখে
দুঃখী গোধূলির নিথর-রাঙা মূক সংলাপের দ্যুতি সাজাও।


(২২.১১.২০২০)