(বিরহে হয়তো থাকি, তাই লক্ষ্য করিনি।
বলার কিছু থাকলেও
ঠিক জন্ম জয়ন্তী লগ্নে কিছু বলিনি।
তবে পড়ে পড়ে তোমাদের সুন্দর শ্রদ্ধাঞ্জলি,
ভাবলাম দুদিন বাদে হলেও, না হয় এবার কিছু বলি।)


অনেকেই জানো অথবা জানো না
অথবা জেনেও ভান করো যে দেখো না !
কবি নজরুলের একটি দিক ।


যে দিকে তাকালে দেখা যায়
কবি চরিত্রটি তার মহা মানবিক !
এতই প্রখর মানবিক
অনেকের কাছে তখন তা আশ্চর্য নাস্তিক !
তসবি আর আরতির থালা
এরকম যত দিক
সব দিক বলে তাকে ধিক্ আর ধিক্ ।


সকল ধর্মের আরশ ছেদিয়া
জাত পাত সংস্কার গোঁড়ামির উর্ধ্বে উঠিয়া
এই কবি নজরুল ছিলেন, অনেকেই কখনো বোঝ না    
মানবতা ধর্মের ধার্মিক এবং মহান সাম্যতান্ত্রিক।


(১৫.০৫.২০২৩)