হুমায়ুন আহমেদই হবেন
অথবা অন্য কোনো সাহিত্যিকের চরিত্র,
অনেক ভালোবাসা পেয়ে
একটি মনোহর সংলাপ বলে
অশ্রুসিক্ত,
"এত ভালোবাসা আমি কোথায় রাখি;
আমার ভাঙা ঘরে চাঁদের আলো
এত সুখ আমি কোথায় রাখি";
আর আমি তো কি বলি,
বার বার বলি, জানে তা সবাই
তাই কবি বন্ধুদের খুব বিরক্তি,
"এত দুঃখ-বেদনা আমি কোথায় রাখি"।


আর আজ এলো এক ভাবনা,
এই যে আমাদের স্বাধীন বাংলা মা
আমাদের ভালোবাসার দেশ জননী,
সেও কি বলে, অপার এক স্নেহময় সুখে,


"এত কবি আমি কোথায় রাখি"।


(২৯.০৭.২০২২)