ঘন্টা বাজাও দপ্তরী।

নিঃসীম দুখের এ পাঠশালাতে
ভগ্ন-পোড়া এ হৃদয় দিয়ে
আর কতই বা পাঠ নিতে পারি?

প্রেমহীন এ জীবন পাঠে
শিখতে না পারার অত্যাচারে
আর কতই বা শাস্তি সহ্য করি।

ঘন্টা বাজাও দপ্তরী।

(০৮.০৪.২০২৩)