গল্প ও আন্তরিকতার পর
তাকে চলে যেতে হলো।
সে কখনো বলেনি তার নাম।
রেখে গেলো
একটি হলুদ কাগজে চিঠি,
তারপর নিয়ে গেলো গুটিয়ে
এই পৃথিবীতে পাওয়া
তার যত অভিমান ।


এর পরের পর্বটি
একটি বেগুনি পোশাকের
আর পিতাহারা এক কন্যার সাথে সাক্ষাত
আবার শুরু হলো গল্প
মধুরতম সঙ্গীতের মতো নেমে এলো
সম্পর্ক সৃষ্টির
কতগুলো অনন্য রাত।


বিপজ্জনক ভুবনের একটি নিবিড় বন্ধুত্ব
নিষ্পাপ হলো,
কোমল হৃদয়ে আবদ্ধ হলো
বিদায়ের জন্য দুটি হাত
তারপর হলুদ পাতা ঝরা
একটি নতুন পথের গল্প
যার শেষে হয়তো খুব ধীরে নামছে কোথাও
একটি মুক্তির জলপ্রপাত।
যেখানে থাকবে না আর
স্তব্ধ করে দেবার মতো কোনো নৃশংস আঘাত।


(১৮ .০৮.২০২৩)